খুলনা এডিশন::
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে একটি কেন্দ্রের ফলাফলে শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি ও এজিএস পদে এগিয়ে। অন্যদিকে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী এগিয়ে আছেন।
১৬ অক্টোবর বুধবার রাত ১১ টার দিকে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে মন্নুজান হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন সুমাইয়া জাহান। যিনি ১০৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জিএস নির্বাচিত হয়েছেন আজমেরী জাহান তন্বী ও এজিএস নির্বাচিত হয়েছেন সাবিনা ইয়াসমিন। তারা ৩ জন ই ছাত্রী সংস্থা মনোনীত প্যানেলের প্রার্থী ছিলেন।
অন্যদিকে কেন্দ্রীয় সংসদের ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ ৯৭২ ভোট পেয়ে এগিয়ে আছেন। ছাত্রদল প্যানেলের নূর উদ্দিন আবীর পেয়েছেন ২৩৬ ভোট,অপর স্বতন্ত্র প্রার্থী তাসকিন খান পেয়েছেন ১৭৩ ভোট।
অন্যদিকে জিএস পদে আধিপত্য বিরোধী প্যানেলের সালাহউদ্দিন আম্মার ৮৪১ ভোট পেয়ে এগিয়ে আছেন। জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৪৯৫ ভোট, ছাত্রদল সমর্থিত প্রার্থী জীবন পেয়েছেন ৮৯ ভোট।
এছাড়া এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির ৫৫৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। এজিএস পদে ছাত্র দলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৩ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী সজিব পেয়েছেন ২৫৮ ভোট।