খুলনা এডিশন::
সাতক্ষীরার তালায় বাংলাদেশ কৃষি ব্যাংক তালা শাখার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে রেমিট্যান্স উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ উপলক্ষে সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ কৃষি ব্যাংক তালা শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও তালা শাখার কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আবু হাসেম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ কাইয়ুম।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মোঃ রুহুল কুদ্দুস, খুলনা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহনেওয়াজ মোঃ মস্তোফা ফয়সাল, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, রফিকুল ইসলাম, সাংবাদিক এস এম লিয়াকত হোসেন, তামান্না ইসলাম, মুক্তা মন্ডল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক তালা শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম ফকির।,
অনুষ্ঠানে জাতীয় ভাবে লটারির মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ট রেমিট্যান্স গ্রহীতা খৃষ্টান ধর্মযাজক চন্দন বারিকদারের স্ত্রী মুক্তা মন্ডল কে পুরস্কৃত করা হয়।