খুলনা এডিশন::
বিশেষ অভিযান পরিচালনায় কেএমপির খালিশপুর থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর সবুজ খা হত্যা মামলার ০৩(তিন) জন আসামী গ্রেফতার করেছে।
কেএমপি, খুলনার খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম খালিশপুর থানার মামলা নং-১০, তারিখ- ০৯ অক্টোবর, ২০২৫; ধারা- 302/34 The Penal Code, 1860- মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত ০৫ নং আসামী কালাম (৫৫) ও ০৬ নাম্বার আসামী সাগর (২১)দ্বয়কে রুপসা থানাধীন গোয়ালবাড়ীর চর এলাকা থেকে ১৬/১০/২০২৫ খ্রিঃ রাত ০১.০০ ঘটিকায় গ্রেফতার করা হয় এবং এজাহারনামীয় আসামী ০২ নং আসামী সুজন(২৪)কে তেরখাদা উপজেলার চানপুর এলাকা থেকে ১৬/১০/২০২৫ খ্রিঃ রাত-০২.০০ ঘটিকায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রেফতার করা হয়। আসামীদের গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ইতিপূর্বে অত্র মামলার ০৩ নম্বর এজাহারনামীর আসামী নাজমা(৩৭)কে ০৯/১০/২০২৫ খ্রিঃ তারিখ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ০৩ জন আসামী অন্যান্য আসামীদের সাথে পরস্পর যোগসাজশে ঘটনার দিন অত্র মামলার ভিকটিমকে পথ আটকে রেখে মারধর করতে থাকে। এক পর্যায়ে ০৫ নম্বর আসামী কালাম (৪৫) ভিকটিমের বাম হাত এবং ইতিপূর্বে গ্রেফতারকৃত আসামী ০৩ নং আসামী নাজমা(৩৭) ও ০৬ নং আসামী সাগর (২১) মিলে ভিকটিমের দুই পা চেপে ধরে। গ্রেফতারকৃত ০২ নম্বর আসামী সুজন(২৪) ভিকটিমকে চা-পাতি দিয়ে ভিকটিমের দুই রানে, দুই হাতে, পিঠে, ডান কোমরে খুন করার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে। ভিকটিম রক্তক্ষরণে নিস্তেজ হয়ে গেলে আসামীরা ভিকটিমকে ফেলে পালিয়ে যায়।
এজাহারনামীয় ০২ নং আসামী সুজনের দেওয়া তথ্য ও দেখানো অনুযায়ী উপস্থিত সাক্ষীদের সামনে খালিশপুর থানাধীন হাউজিং এস্টেট সেন্ট্রাল ওয়েস্ট ব্লক রোড নম্বর ১৭১ প্লট এ/৫০ নম্বর বাড়ির সামনে পাকা ড্রেনের মধ্য হতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি কাঁদা মাখা ছোরা যার দৈর্ঘ্য কাঠের বাট সহ ২২.৫ ইঞ্চি, একই রাস্তার বিপরীত পাশের পাকা ড্রেনের মধ্য হতে একটি কাঁদা মাখা হাসুয়া দা যার দৈর্ঘ্য কাঠের বাট সহ ২২ ইঞ্চি উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।