জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ অক্টোবর সকাল ৮:৩০ ঘটিকা হতে নারায়ণগঞ্জ শহরের স্থানীয় মিলনায়তনে আমীরে জামায়াতের নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন। এসময় তিনি জামায়াতের উপর অতীতের অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে বক্তৃতা শুরু করেন। তিনি বলেন এই জমিনে আমাদের শহীদদের রক্ত ঝরেছে তাদের রক্ত বৃথা যেতে পারেনা। তিনি আরো বলেন আমাদেরকে জনগনের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভালোবাসা ছাড়া কেও ই ভালো কিছু করতে পারবেনা।
মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে মহানগর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন সহ মহানগর কর্মপরিষদ সদস্য, থানা আমীর সেক্রেটারি এবং সকল রুকন (সদস্য) উপস্থিত ছিলেন।