খুলনা এডিশন::
পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও খুলনা -৬ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ আব্দুল মজিদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি শুক্রবার দিনভর গণসংযোগ, মতবিনিময় ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
ডাঃ আব্দুল মজিদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকালে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এরপর তিনি জুম্মা নামাজ আদায় শেষে শাহপাড়া দক্ষিণ সরদার পাড়া বায়তুন নূর জামে মসজিদের মুসল্লীদের সাথে মতবিনিময় করে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা সহ এলাকার উন্নয়নের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
দুপুরের পর তিনি এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে চাঁদখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কপোতাক্ষ নদের চরের প্রস্তাবিত কবরস্থানের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।
এসময় তিনি স্লুইচ গেটের খাল খনন করার মাধ্যমে ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের কথা স্মরণ করিয়ে দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এভাবেই সবসময় জনগণের পাশে থেকে জনকল্যাণ মূলক কাজ করে যেতে চাই।
বিএনপি ক্ষমতায় আসলে পাইকগাছা কয়রার কোথাও অবহেলিত থাকবে না বলে জনগণকে আশ্বস্ত করেন। এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টু, মসজিদের ইমাম হাফেজ মাওলানা অলিউডর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল সালেক, আব্দুল হান্নান, সাঈদুল ইসলাম, তৈয়েবুর রহমান, ফিরোজ সরদার, আব্দুর রহিম, সেলিম গাইন ও জাহিদ সরদার।