খুলনা এডিশন::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে একমাত্র বিজয়ী হয়েছেন ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার।
নার্গিস আক্তার একজন ফুটবলার। সে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য।
নার্গিস আক্তার শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী হামিদুল্লাহ নাইমকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
তেইশ সদস্যের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নার্গিস আক্তার ছাড়া ছাত্র দলের আর কেউই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। তবে আলোচনায় ছিল এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। এষা শিবিরের এজিএস প্রার্থী সালমান সাব্বির এর কাছে ১০২০ ভোটে পরাজিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর এষা শিক্ষার্থীদের রায়ের প্রতি সমর্থন জানিয়ে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।