খুলনা এডিশন::
রোকেয়া হল কেন্দ্রের ফলাফলেও ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেলের ভিপি ও এজিএস পদে এগিয়ে এবং আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী এগিয়ে আছেন ।
১৬ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১ টা৫০ মিনিটে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
প্রাপ্ত ফলাফলে জানা যায়, কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা কে কত ভোট পেলেন…..
ভিপি–
জাহিদ (শিবির)–৭৫২
আবীর (ছাত্রদল)–২১১
জিএস–
ফাহিম (শিবির)–৩৭৭
আম্মার (আধিপত্যবিরোধী)–৬৬১
এজিএস–
সালমান সাব্বির (শিবির)–৩৪৬
এষা- (ছাত্রদল)–২৯৯