সাতক্ষীরার তালায় জামায়াত নেতা শিল্পপতি ড. তৈয়বুর রহমানের ব্যক্তিগত অর্থায়নে ও উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে।
১৮ অক্টোবর (শনিবার) তালার ইসলামকাটী ইউনিয়নের ১ (এক) কিঃমিঃ পাকা রাস্তা সংস্কার করা হয়।
ইউপি পরিষদের সামনে হইতে ঘোনা বাজার পর্যন্ত এই সংস্কার কাজ করা হয়। রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশা ছিলো। রাস্তার পিচ নষ্ট হয়ে বেশীরভাগ পিচ উঠে গিয়ে বড় বড় খানা খন্দকে পরিণত হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। বিভিন্ন সময় পথচারী দূর্ঘটনার স্বীকার হয়। জনসাধারণের অপরিসীম দূ্র্ভোগের স্বীকার হলেও সরকারীভাবে রাস্তাটি সংস্কার না করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামকাটি ইউনিয়নের উদ্যোগে ও বিশিষ্ট শিল্পপতি ড. তৈয়বুর রহমানের নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করা হয়। রাস্তাটিতে ইট ছাড়াও বিভিন্ন স্হানে ইট, বালি দিয়ে চলাচলের উপযোগী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াত নেতা শিল্পপতি ড. তৈয়বুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা বাহাউদ্দীন, সাধারণ সম্পাদক খান আক্তার হোসেন, তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমান,ইউপি সদস্য শেখ আঃ হাকিম, জামায়াত নেতা মাষ্টার জাকিউর রহমান, শফিকুল ইসলাম, করিব হোসেন, কামরুল ইসলাম সহ আরও অনেক জামায়াত নেতৃবৃন্দ। স্থানীয় জামায়াত কর্মীবৃন্দ নিজেরাই ইট দিয়ে রাস্থা সংস্কারের কাজ পরিচালনা করেন।