এডিশন ডেস্কঃ
মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর ২০২৫ তারিখ রাতে দৌলতপুর থানাধীন পাবলা খানপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ১) রহমান গাজী (২৬), পিতা-মৃত নূর ইসলাম গাজী, সাং-পাবলা খানপাড়া, থানা-দৌলতপুর এবং ২) আবুল কালাম আজাদ (২৭), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং-দেয়ানা মোল্লাপাড়া, থানা-দৌলতপুর, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৭ বোতল ফেন্সিডিল এবং ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে সন্ত্রাসী রহমান গাজীর বিরুদ্ধে ১টি মামলা এবং আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১টি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।