খুলনা এডিশন::
মনিরামপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক থানা বিএনপির সভাপতি সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ মুছার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ যোহর মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী মাছনা কওমী হাফিজিয়া ও এতিমখানায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, মনিরামপুর থানা বিএনপির সভাপতি এ্যাড শহীদ মোহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু সহ জেলা, থানা ও ১৩ খানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের পূর্বে জনাব অমিত মরহুম মুছার রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে উক্ত মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।।