1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হারানো বিজ্ঞপ্তি মোংলা খুলনা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩ যশোরের বাঘারপাড়ায় জনমত সৃষ্টিতে বিএনপির উঠান বৈঠক খুলনায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরার কালিগঞ্জে গৃহিণীর উপর হামলা, শ্লীলতাহানি ও ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুৃষ্ঠিত  সুন্দরবনের প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত  বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত খুলনা-৬ আসনে চমক দেখালেন বিএনপির মনিরুল হাসান বাপ্পী খুলনায় গাঁজাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

প্রান্তিক মানুষের শিক্ষা ব্যবস্থায় কাজ করছে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়-উপাচার্য ওবায়দুল ইসলাম 

আব্দুল আজিজ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

খুলনা এডিশন::

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন বিগত ১৭ বছরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু শিক্ষা নয়, সবকিছুই ধ্বংস করা হয়েছে। তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি।

সেই বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চাই উল্লেখ করে উপাচার্য ওবায়দুল ইসলাম বলেন দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে ১৯৯২ সালের ২০ অক্টোবর সংসদীয় আইনের মাধ্যমে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। শিক্ষা থেকে যারা বঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠী যাঁরা, যাদের শহরে গিয়ে শিক্ষা গ্রহণের সুযোগ নাই। তাদের দোর গোড়ায় শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করছে বাউবি। তিনি বলেন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেকের ধারণা নেই। অথচ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্বনামধন্য প্রতিষ্ঠানটি। তিনি আরো বলেন শিক্ষা মানে শুধু জিপিএ ৫ পাওয়া কিংবা সার্টিফিকেট অর্জন নয়। শিক্ষা মানে জ্ঞান অর্জন, শিক্ষা মানে নলেজ ট্রান্সফার। এখানে বয়স কোন বিষয় নয়, সব বয়সের, সবার জন্য শিক্ষার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

শিক্ষার মান এবং নকলের সাথে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোন আপোষ নয় উল্লেখ করে তিনি বলেন অনিয়ম পেলেই কেন্দ্র বাতিল সহ আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। উম্মুক্ত মানে নকল উম্মুক্ত না, উম্মুক্ত মানে শিক্ষা উম্মুক্ত এবং শিক্ষা ব্যবস্থা দোর গোড়ায় পৌঁছে দেওয়া। উপাচার্য বলেন সাধারণ শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতে কাজ করছি আমরা। দক্ষ মানবসম্পদে রুপান্তর করায় আমাদের লক্ষ। দক্ষতার মাধ্যমে যারা উদ্দোক্তা হতে চাই, তাদের জন্য আমরা বিভিন্ন টেকনিক্যাল কোর্স চালু করেছি। তিনি বলেন বিদেশে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা রয়েছে। আমরা তাদের জন্য ও বিশেষ বিশেষ ট্রেড কোর্স চালু করেছি। দেশের বাইরে ও আমাদের শিক্ষা ব্যবস্থা আছে। বিভিন্ন বাহিনী সহ কওমি মাদ্রাসা কে ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হয়েছে। তিনি বলেন আমাদের ৮০ টির ও বেশি প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারে কাজ করছে। এই ব্যবস্থা কে আরো সহজ এবং মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে প্রান্তিক পর্যায়ে উপ আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। তিনি ১৮ অক্টোবর শনিবার দুপুরে খুলনার পাইকগাছায় বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রাধীন পাইকগাছা উপ আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে উপ আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রো উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক আনিসুর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেন শিক্ষার প্রসারে বিএনপির ঐতিহাসিক ভূমিকা রয়েছে। যার অনন্য উদাহরণ বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়। যা ১৯৯২ সালে মহীয়সী নারী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন। শেখ হাসিনা বেগম খালেদা জিয়া কে নানাভাবে নির্যাতন করেছে বলে তিনি অভিযোগ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি, প্রফেসর অধ্যক্ষ সমরেশ রায়, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বাউবি’র পরিচালক মাহফুজ উল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, সাংবাদিক জিএম মিজানুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, আনিসুর রহমান ও আবুল কালাম আজাদ। অনুষ্ঠান শেষে অতিথিরা উপ আঞ্চলিক কেন্দ্রের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট