এডিশন ডেস্কঃ
সাতক্ষীরা “তালা উন্নয়ন কমিটির” সমন্বয় সভা উইমেন জব ক্রিয়েশন সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার পরিচালক মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরন পরিচালক মোঃ শহিদুল ইসলাম।
অধ্যাপক রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন সাস পরিচালক ইমান আলী, ভারঃ অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক আনিচুর রহমান, আতিয়ার রহমান, খন্দকার মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক অচিন্ত সাহা,মোঃ রেজাউল ইসলাম রেজা, সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ভদ্র, সাংবাদিক জুলফিকার রায়হান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জাহিদুর রহমান, পানি কমিটির সম্পাদক মির জিল্লুর রহমান। অধ্যাপক সাইফুল ইসলাম, ব্যবসায় আবুল কাশেম,প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোঃ লাভলুর রহমান, উইমেন জব ক্রিয়েশনের পরিচালক আশরাফুল নাহার আশা, নাগরিক কমিটির শফিকুল ইসলাম,গাজী সিরাজুল ইসলাম, আব্দুর রউফ মোড়ল।
তালার উন্নয়নের পথে বাধা কোথায় এবং উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করা হয়। পরিশেষে তালা উন্নয়ন কমিটি কি চায় সেটা সবার সামনে তুলে ধরেন।
পৌরসভায় উন্নতি করন,স্বাস্থ্য সেবার উন্নয়ন, একটি আধুনিকায়ন স্টেডিয়াম (পুরুষ এবং মহিলা), স্কুল-কলেজের অবকাঠামো গত উন্নয়ন, বিশেষায়িত প্রতিষ্ঠান তৈরি করা (কৃষি কলেজ, লাইভ স্টক কলেজ)