খুলনা এডিশন::
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল তিনটায় উপজেলার শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড চত্বরে এই গণসমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আবুল হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা-৪ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম মোস্তফা আল মামুন মনির, সহ আলহাজ্ব মো. মোস্তফা কামাল, ও মাওলানা মো. সোয়াইব হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত হচ্ছে না। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের জন্য পিআর পদ্ধতিতে (আনুপাতিক প্রতিনিধিত্বমূলক) নির্বাচন প্রবর্তন এখন সময়ের দাবি। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং স্বাধীনতার পর সংঘটিত গণহত্যার দৃশ্যমান বিচার বিলম্ব না করে দ্রুত সম্পন্ন করতে হবে।
বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠা, ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। তারা জনগণকে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রয়োজনে সকল ইসলামি দলগুলোর বাক্স হবে একটি
সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আবুল হোসেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আগত জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য দোয়া করা হয়।