এডিশন ডেস্কঃ
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ৭টায় ভোমরা ইউনিয়ন জামায়াত অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোমরা ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার কবিরের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।দায়িত্বশীলদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।