1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে প্রতারক চক্রের দুই সদস্য আটক যশোরের অভয়নগরে ধর্মীয় লেবাসের আড়ালে মাদক ব্যবসা! সাংবাদিক ও পুলিশ কে এক সাথে কাজ করতে হবে…. ওসি রিয়াদ মাহমুদ  শ্যামনগরের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামানের সমর্থনে গণসমাবেশ জুলাই সনদের প্রয়োজন নেই, আমাদের একটি সংসদ প্রয়োজন: মেজর (অব:) হাফিজ তালায় ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত পাইকগাছা কয়রার প্রতিবন্ধীদের স্থায়ী পুনর্বাসন করা হবে-রফিকুল ইসলাম  পাইকগাছায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত  তালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা

জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে সমাজের সেরা মানুষ গুলোকে হত্যা করা হয়েছে – শিবির সভাপতি

পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

খুলনা এডিশন::

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, আমরা জুলাই ও আগস্ট মাস পার করেছি, এর আগে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম ছিল। গত প্রায় ১৫ বছর ধরে এ দেশে ফ্যাসিবাদের মাধ্যমে অন্যায়ভাবে আলেম-ওলামাদের হত্যা করা হয়েছে। সমাজের সবচেয়ে ভালো মানুষদের বেছে বেছে হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমাদের অনেক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে পিরোজপুর জেলা ছাত্রশিবিরের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপশাখার দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

জাহিদুল ইসলাম বলেন, জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার উপর বর্বর হত্যাকাণ্ড চালানো হয়েছে। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সব শ্রেণি-পেশার মানুষকে নির্মমভাবে হত্যা করেছেন খুনি হাসিনা। এই আন্দোলন হঠাৎ করে শুরু হয়নি, এটি একটি আদর্শিক জাগরণ, যার মূল কথা হলো আমরা অন্যায়কে মেনে নেব না। সমাজে যে জুলুমতন্ত্র কায়েম হয়েছে, সেটাকেও আমরা মেনে নেব না।

জুলাইয়ের স্পিরিটকে ধারণের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশের প্রতিটি ছাত্র জুলাই-আগস্টের আন্দোলনে সম্পৃক্ত ছিল। তারা এই আদর্শিক জাগরণকে ধারণ করে বাংলাদেশকে গড়ে তুলবে। আমরা ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেক সদস্যের প্রতি আহ্বান জানাই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, সেই আদর্শিক ভিত্তিকে মজবুত করে নিজেদের পথচলাকে আরও শানিত করুন। ইসলামের আহ্বান ছড়িয়ে দিন, জুলাইয়ের স্পিরিটকে পৌঁছে দিন, আর এর মাধ্যমেই আমরা বাংলাদেশকে গড়ে তুলব, ইনশাআল্লাহ।

সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের কথা প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি ডাকসু, রাকসু, চাকসুসহ বিভিন্ন নির্বাচনে আমরা বিজয় অর্জন করেছি। এটি আল্লাহ তায়ালার কৃপা। আমাদের যতটুকু প্রচেষ্টা ছিল, তার থেকেও বড় ছিল আল্লাহর সাহায্য।

 

 

জাহিদুল ইসলাম বলেন, অনেকে বিজয় পেলে আনন্দ, মিছিল ও উল্লাস করে উদযাপন করে। কিন্তু ইসলামী ছাত্রশিবির বিজয়ের পর এমন নজির স্থাপন করেছে যে, আমরা উল্লাসের মধ্য দিয়ে নয়, নীতিগতভাবে বিজয় উদযাপন করি। এটি বাংলাদেশের ছাত্রসমাজের জন্য একটি বার্তা- যারা বাংলাদেশে ন্যায় ও ইনসাফ কায়েম করতে চায়, সত্যিকার অর্থে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, তাদের জন্য এতে একটি স্পষ্ট বার্তা রয়েছে।

পিরোজপুর জেলা শিবিরের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান ও শিবিরের জেলা সেক্রেটারি মিজানুর রহমান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট