খুলনা এডিশন:
বাংলা একাডেমির সাবেক পরিচালক, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক ড. গোলাম মঈনউদ্দিন আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রবিবার (১৯ অক্টোবর) নিউইয়র্কে স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ড. গোলাম মঈনউদ্দিন ১৯৪৪ সালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় এক শিক্ষানুরাগী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এম. জওহর আলী ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক।
তিনি নলতা হাইস্কুলের ১৯৬০ ব্যাচের ছাত্র ছিলেন। পরবর্তীতে উচ্চশিক্ষা শেষে বাংলা ভাষা ও সাহিত্য গবেষণায় যুক্ত হন এবং বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট অব আহ্ছানিয়া মিশন-এর ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা ছিলেন। বাংলা সাহিত্যে তাঁর রচিত গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি, যার মধ্যে রয়েছে প্রবন্ধ, কবিতা, অনুবাদ, শিশুতোষ ও সম্পাদনাকর্ম। তাঁর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হলো খানবাহাদুর আহ্ছানউল্লা রচনাবলী সম্পাদনা।
খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জীবন, সাহিত্য ও কর্মকে বিশ্ব দরবারে উপস্থাপনে তিনি ছিলেন একনিষ্ঠ গবেষক ও পথিকৃৎ।
তাঁর মৃত্যুতে কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি, কালিগঞ্জ প্রেসক্লাব ও আহ্ছানিয়া মিশন পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ গবেষক ও প্রজ্ঞাবান মানুষকে হারালাম, যার অভাব সহজে পূরণ হবার নয়।