খুলনা এডিশন::
মোংলায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করে পৌর ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার নির্দেশনায় শহরের পথচারী, ব্যবসা প্রতিষ্ঠান, মাছ-মাংস ও কাঁচা বাজারে এ লিফলেট বিতরণ করে স্থানীয় যুবদলের নেতা-কর্মী এবং সমর্থকরা।
এ লিফলেট প্রচারণায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিঠু ফকির, খালিদ মাহমুদ সোহাগ, পৌর যুবদল নেতা মাসুম ভূঁইয়া, রতন মাহমুদ, বিএম ওয়াসিম আরমান, সুমন মল্লিক, জিয়াউর রহমান হিরণ, মোঃ মহারাজ, নাসির, মহসিন ভূইয়া।
এ সময় তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। যার প্রেক্ষিতে আমরা পৌর শহরের সর্বত্র ৩১ দফার লিফলেট বিতরণ প্রচারণা চালিয়ে যাচ্ছি।