খুলনা এডিশন::
খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা শহীদ মোড়ল-এর স্ত্রী চুমকি বেগম (৩১) নামের এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে ফুলতলা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে চুমকি বেগমের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পরবর্তীতে ঘটনাস্থলে সিআইডির একটি ফরেনসিক টিম এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।