এডিশন ডেস্কঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের জালালপুর গ্রামে জালালপুর জোড়া পুকুর জামে মসজিদের ইমাম হাফেজ ইমরানকে মাগরিব নামাজের পর বেদড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় মুসল্লিদের একটি পক্ষের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন সাহজাহান, মামুনুর রশিদ ও আমান – যারা মসজিদের একটি পক্ষের অনুসারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২০ অক্টোবর) মাগরিবের নামাজ শেষে পূর্ববিরোধের জেরে ওই ইমামকে মারধর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর পূর্বে মিলাদ ও কায়েম অনুষ্ঠান নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, যেখানে ইমাম ইমরান শাজাহান পক্ষের অনুরোধে সাড়া না দিলে তখনও তাঁর ওপর শারীরিক নির্যাতন করা হয়। ঐ ঘটনায় দায়ের হওয়া মামলাটি পরবর্তীতে স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হয়। পূর্বের জেরে ইমরানকে দ্বিতীয়বারের মতো মারধর করা হয়৷
মসজিদ কমিটির সভাপতি মো. সাধিন বলেন, “একজন ইমামকে দুইবার মারধর করা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটি সমাজে নৈতিক অবক্ষয়ের ইঙ্গিত দেয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর বিচার চাই।”
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মনসুর জানান, “ইমাম ইমরান দীর্ঘদিন ধরে আমাদের এই জামে মসজিদে ইমামতি করে আসছেন। তাঁর চরিত্র ও আমল নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। মুসল্লিদের একটি পক্ষ তাঁর ওপর বারবার অন্যায় আচরণ করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।”
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ কামনা করছেন সচেতন গ্রামবাসীরা।
এ বিষয়ে অভিযুক্ত সাহজাহান, মামুনুর রশিদ ও আমানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কথা বলতে নারাজ৷