এডিশন ডেস্কঃ
তালায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক এহিয়া মাষ্টার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে এ পৃথিবীর ত্যাগ করেছেন। তালা মাঝিয়াড়া গ্রামের মাওলানা মুহাঃ আব্দুল হান্নান সাহেবের মেঝপুত্র খুলনা জেলা বি,এন,পির সাবেক আহবায়ক সৈয়দ ঈসা সাহেবের মেঝভাই, তালা সরকারি বালিকা বিদ্যালয়ের অবঃ প্রাপ্ত শিক্ষক বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মমিনুল ইসলাম এহিয়া সাহেব( ৭৬) সকাল অনুমান নয়টার সময় ইন্তেকাল করিয়াছেন।
শুক্রবার বাদ জুম্মা মরহুমের জানাযা নামাজ মাঝিয়াড়া গ্রামের বাড়িতে বায়তুল মামুর জামে মসজিদের সামনে অনুষ্টিত হবে।
মৃত্যু কালে তিনি স্ত্রী একপুত্র সৈয়দ ইসতিয়াক হোসেন, তিন কন্যা সহ- অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করি।