এডিশন ডেস্কঃ
ভাড়া বাসা হতে চুরির ঘটনায় ডিবি যশোর কর্তৃক পেশাদার চোর চক্রের ০১ জনকে গ্রেফতার, চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই(নিঃ)/ মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/ মোঃ গোলাম মোস্তফা ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ এবং আধুনিক পুলিশী কলাকৌশল ব্যবহার করে যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইং- ১৯/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ২০.৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন মনিহার মোড় সংলগ্ন ব্যাটারী পট্টির সামনে হতে মোঃ শাহীন, শামীম ইসলাম, স্বাধীন(২৮) গ্রেফতার করে।
বাদী মোঃ রাগিব হাসান জীম(২৮) এজাহার দায়ের করেন, তিনি যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা বিবি রোডস্থ জনৈক মোঃ শামসুজ্জামান খোকন (৫৫), পিতা-মৃত মাওলানা মতিউর রহমান এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। গত ১৬/১০/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৭.২০ ঘটিকার সময় বাদী তার পরিবারবর্গ নিয়ে নিজ বাড়ীতে যায়। ইং-১৭/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় বাদীর ভাড়াটিয়া বাসার মালিক ফোন দিয়ে জানান, তার ভাড়া বাসার দরজার তালা ভাঙ্গা। বাদী বিষয়টি জানতে পেরে তার নিজ বাড়ি হতে রওনা হয়ে গত ইং-১৭/১০/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০১.১০ ঘটিকার সময় দেখতে পান যে, দরজার তালা ও ভেন্টিলেটর ভাঙ্গা এবং রুমের মধ্যে জিনিসপত্র এলোমেলো অবস্থায়।
বাদীর রুমের মধ্যে থাকা সোকেচের তালা ভাঙ্গা এবং সোকেচের মধ্যে রক্ষিত কাপড়ের মধ্যে থাকা ০১টি স্বর্ণের চেইন, ০১ জোড়া হাতের স্বর্ণের রুলি, ০২ জোড়া স্বর্ণের কানের দুল, ০৭টি স্বর্ণের কানের নাকফুল সর্বমোট মূল্য অনুমান ৩,৮৩,০০০/-(তিন লক্ষ তিরাশি হাজার) টাকা এবং নগদ অনুমান ১২,০০০/-টাকা অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। বাদীর উক্তরুপ এজাহারের প্রেক্ষিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানার মামলা নং-৫০(১০)২৫ রুজু হয়।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বর্ণিত ঘটনার সত্যতা স্বীকার করে। ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক একাধিক স্থানে অভিযান পরিচালনা করে স্বর্নলংকার উদ্ধার পূর্বক জব্দ করে। ধৃত আসামী একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে ইতিপূর্বে যশোর জেলার বিভিন্ন থানায় ০৫টি চুরি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে ইং- ২০/১০/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।