এডিশন ডেস্কঃ
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে আফগানিস্তান ব্যর্থ হলে যুদ্ধবিরতি ভেঙ্গে পড়তে পারে। তিনি বলেন, আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে তাকে এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
কয়েকদিনের সীমান্ত সংঘাতের পর সম্প্রতি দোহায় যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান ও আফগানিস্তান। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা।