এডিশন ডেস্কঃ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে সরকার নতুন করে ২ হাজার ২৫৮টি পদ অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এই পদগুলো পরিচালক থেকে শুরু করে সৈনিক পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরে সৃষ্টি করা হয়েছে।
নতুন পদ সৃষ্টির ফলে বিজিবিতে মোট জনবল ৫৭ হাজার ৪৭৭ থেকে বেড়ে দাঁড়াবে ৫৯ হাজার ৭৩৫ জনে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বাহিনীর আধুনিকায়ন ও কার্যক্রমের বিস্তৃতি বিবেচনায় এ পদগুলো সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অনুমোদনের পর ১০ সেপ্টেম্বর প্রস্তাবটি অনুমোদিত হয়।
সরকারি নথি অনুযায়ী, সম্প্রসারিত কাঠামোর আওতায় বিজিবিতে নতুন করে তিনজন পরিচালক, নয়জন অতিরিক্ত পরিচালক এবং নয়জন উপপরিচালক পদ যুক্ত হচ্ছে। এসব পদে সশস্ত্র বাহিনী থেকে ডেপুটেশনে অফিসার নিয়োগ দেওয়া হবে, যাদের পদমর্যাদা যথাক্রমে লেফটেন্যান্ট কর্নেল, মেজর ও ক্যাপ্টেনের সমতুল্য হবে।
এছাড়া নতুন কাঠামোয় পরিদর্শক পর্যায়ের তিনজন পুলিশ কর্মকর্তাকে ডেপুটেশনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অন্যান্য পদে নিয়োগ দেওয়া হবে বিজিবির নিজস্ব নিয়োগ নীতিমালা অনুসারে।
সৈনিক স্তরে নতুনভাবে যোগ হচ্ছে ৩ জন সুবেদার মেজর, ৫৭ জন নায়েব সুবেদার, ২৪০ জন হাবিলদার, ২৮৫ জন নায়েক, ৩৪২ জন ল্যান্স নায়েক, এবং ১ হাজার ২৩৬ জন সৈনিক।
বেসামরিক কর্মীদের মধ্যেও নতুন পদ সৃজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ৩ জন ইমাম, ৩ জন হিসাবরক্ষক, ৩ জন উচ্চমান সহকারী, ৩ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৩ জন ধাত্রী ও ৩ জন অফিস সহকারী।
এ ছাড়া বিজিবির গুইমারা হাসপাতালের জনবল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে নতুন যুক্ত হচ্ছে— ৭ জন হাবিলদার, ৩ জন নায়েক, ৬ জন ল্যান্স নায়েক ও ১৪ জন সৈনিক।
অধিক কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।