এডিশন ডেস্কঃ
বাগেরহাটে নির্বাচিত ২৯টি যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব কল্যাণ তহবিল থেকে জেলার যুব সংগঠনগুলোর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসাস।
বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারীপরিচালক এস এম মিজানুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাংবাদিক এস এম সামছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, যুবশক্তি দেশের উন্নয়নে প্রধান হাতিয়ার। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য যুব সমাজের অমিত শক্তিকে কাজে লাগাতে হবে। অনুদানের অর্থ নিয়ে ভাল কাজে লাগিয়ে এগিয়ে যাবার আহ্বান জানান তারা।