আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮৯ যশোর-৫ মণিরামপুর আসনে বিএনপির মনোনয়নের প্রত্যাশিদের সাক্ষাৎকার বৃহস্পতিবার। সাক্ষাৎকারে ডাক পেয়েছেন ১৩ জন মনোনয়ন প্রত্যাশী। যারা ডাক পেয়েছেন তারা হলেন
শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন,আসাদুজ্জামান মিন্টু,ইফতেখার সেলিম অগ্নি,অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,দেলোয়ার হোসেন খোকন,মিসেস জাহানারা সিদ্দিকী,মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু,এবিএম গোলাম মোস্তফা তাজ,এম এ গফুর,কামরুজ্জামান শাহিন, মঈনুল ইসলাম মঈন,মোঃ মুতাছিম বিল্লাহ,মোঃ শরীফুজ্জামান শরীফ খান।
এরা সকলে মনিরামপুরে জোট ব্যাতিত বিএনপির প্রার্থী হতে ইচ্ছুক। এদের থেকে থেকে ১জনকে মনোনয়ন দেওয়া হবে। বিএনপি জোট গত ভাবে নির্বাচনে অংশ নিলে এ আসনে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় মহাসচিব রশিদ বিন ওয়াক্কাস মনোনয়ন চাইবেন।