খুলনা এডিশন::
যশোরের অভয়নগরে তালিকাভুক্ত সন্ত্রাসী হত্যাচেষ্টাসহ একাধিক মাদক মামলার পলাতক আসামি রুহুল আমিনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে দশটায় দিকে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে রুহুল আমিনকে আটক করা হয় । দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম।
আটক রুহুল আমিন নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বৌবাজার এলাকার মৃত ইব্রাহিম ওরফে খলিল কসাইয়ের ছেলে।
পুলিশ জানায়, আটক রুহুল আমিনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদকসহ ৭টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অভয়নগরের আলোচিত ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর দায়ের করা ৪ কোটি টাকা চাঁদাবাজিরও মামলা রয়েছে।
বৌবাজার এলাকাবাসী জানায়, বর্তমান সময়ের মাদক সম্রাট রুহুল আমিনকে গ্রেপ্তার করায় এলাকায় শান্তির বাতাস বইছে। তার ও তার বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। রুহুল আমিন মাদকের বড় বড় চালান ও চাঁদাবাজির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তার দৃষ্টান্তমূলক শাস্তি হলে মাদকের ভয়াবহতা থেকে অভয়নগরের যুবসমাজ রক্ষা পাবে।
অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।