খুলনা এডিশন::
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য ‘অদম্য মেধাবী সংবর্ধনা’র আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মুহম্মদ বিলাল হোসাইন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ তৌহিদ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিগণ শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সম্মাননা ক্রেস্ট, সীরাতগ্রন্থসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।