খুলনা এডিশন::
খুলনার খানজাহান আলী থানার লাটেক্স কারখানার পেছনের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) সকালে স্থানীয়রা ডোবায় লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বেরিয়ে তারা ডোবায় লাশটি ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ বলেন, “লাশটি আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”
পুলিশ বলছে, যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।