খুলনা এডিশন::
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
শনিবার ২৫ অক্টোবর সকালে বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে এবং শিরোমণি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৩ (APBn) এ নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ কমিশনার বলেন, প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। আজকের এই প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য হলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নিরপেক্ষ অ্যাটিচিউড বিল্ড করা। পুলিশ কোন পক্ষের হয়ে কাজ করবে না বা কোনো পক্ষে ঝুঁকবে না। তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততা এবং দায়িত্ব পালনে সকলকে সর্বোচ্চ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এই প্রশিক্ষণে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনের নিয়ম, নির্বাচনী আচরণবিধি, আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হবে।
এসময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৩ এর অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব এম এম সালাহউদ্দিন, কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম, এম শাকিলুজ্জামান; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শামীমা আক্তার সুমী, পিপিএম-সেবা-সহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।