খুলনা এডিশন::
ঢাকাস্থ মনিরামপুর সমিতির দ্বি – বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ২৪ অক্টোবর শেরে বাংলা নগর জাতীয় সংসদ ভবন সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয়ের দোয়েল ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে দু বছরের জন্য ১৭ সদস্যের কমিটি নির্বাচন করেন।
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতি হীন ভোট গ্রহণ চলে। মোট ভোটারের ৮৭% ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন।
নির্বাচনে সম্মিলিত জোটের সভাপতি আবুল কালাম আজাদ (১০) সহ ৬ জন, এবং জামায়াত সমর্থিত এস এম আতাউর রহমান (১৮০) সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি এ্যাড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন , সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারী মাওলানা ইব্রাহিম খলিল।।