খুলনা এডিশন::
খুলনার পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতের স্থিতিবস্থার আদেশ অমান্য করে বাসা ভাংচুর, দখল চেষ্টা ও গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পৌরসভার বাতিখালীর মৃতঃ অহেদ আলী মোড়লের ছেলে ক্ষতিগ্রস্থ জমির মালিক হেকিম শাহাদাৎ হোসেন বাদী হয়ে থানায় সাধারন ডায়েরি করেছেন, যার নং১১২২। তাং ২৪ অক্টোবর ২০২৫।
এ ঘটনায় সরলের বাসিন্দা আফজাল- রাজিদা শেখ দম্পতি, ও শিবসা ব্রীজের অপরপ্রান্তে কাঁকড়াবুনিয়া ( জামাইপাড়ার) সালাম সরদার সহ আরো অনেকের বিরুদ্ধে ভাংচুর ও গাছ কাটার অভিযোগ এনে থানায় জিডি করা হয়েছে।
থানার জিডি সুত্রে জানাগেছে, উপজেলার কাঁকড়াবুনিয়া মৌজায় ১৫ নং খতিয়ানে ৩৮,৪১ ও ৪৬ দাগে ২ একর ১২ শতক জমি নিয়ে বিরোধ দেখা দিলে হেকিম শাহাদাৎ হোসেন আদালতে দেওয়ানি-৩০৮/২০২১ মামলা করেন। এ মামলায় বিজ্ঞ বিচারক স্থিতিবস্থার আদেশ জারি করেন, যা এখনো বহাল আছে।
জমির মালিক হেকিম শাহাদাৎ হোসেন অভিযোগ করেন কোর্টের আদেশ অমান্য করে প্রতিপক্ষরা আমার দখলীয় জমির ঘেরের বাসা ভাংচুর, গাছ-গাছালি কেটে ব্যপক ক্ষতি করেছেন। এহেন কাজে বাঁধা দিলে তারা আমার জীবন নাশের হুমকি দিয়েছে বলে থানায় আইনের আশ্রয় নিয়েছি।
এদিকে জিডির প্রেক্ষিতে একজন পুলিশ অফিসারকে দিয়ে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে থানার ওসি রিয়াদ মাহমুদ জানিয়েছেন।