খুলনা এডিশন::
ভোলা সদর পৌরসভার উদ্যোগে নতুন বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের পাশে নির্মাণাধীন মডেল মসজিদের সামনে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ অভিযান চলাকালে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ক্ষুব্ধ একদল ব্যক্তি পৌরসভার গাড়িতে আগুন ধরিয়ে দিলে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করে।
কে বা কারা আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন জানান, “এ ঘটনায় এখনো পর্যন্ত দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।