খুলনা এডিশন::
নরসিংদীর রায়পুরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনগণের দোরগোড়ায় ৩১ দফার বার্তা পৌঁছে দিতে রবিবার (২৬ অক্টোবর) উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এম. এন. জামান এবং জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহাম্মেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, সাবেক মেয়র আব্দুল কুদ্দুসসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন,
“৩১ দফা কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের দাবিকে নতুন করে জাগ্রত করেছে।”
তারা এই কর্মসূচি জনসাধারণের কাছে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।