খুলনা এডিশন::
পাইকগাছায় জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষদের বিরুদ্ধে এবার হেকিমের দুই ছেলে কে মারপিট ও মোটরসাইকেল ভাংচুর করার অভিযোগ উঠেছে।
শনিবার বিকালে গাছ-পালা কেটে ক্ষতি সাধন করার ভিডিও করতে গেলে প্রতিপক্ষরা তাদের দুই ভাই কে মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় হেকিম শাহদাৎ হোসেন কাঁকড়া বুনিয়া এলাকার মৃত আফসার শেখের ছেলে আফজাল শেখ (৫০), রাজিদা বেগম, আলি শেখ, এনামুল গাজী ও সবুজ সহ প্রতিপক্ষ ৯ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে পৌরসভার বাতিখালী গ্রামের মৃত অহেদ আলী মোড়লের ছেলে হেকিম শাহদাৎ হোসেন এর সাথে প্রতিপক্ষ আফজাল শেখ গংদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
কাঁকড়া বুনিয়া মৌজার ১৫ খতিয়ানের ৩৮, ৪১ ও ৪৬ দাগের নালিশী ২ একর ১২ শতক জমি নিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ৩০৮/২০২১ নং মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষরা বৃহস্পতিবার নালিশী জমির গাছপালা কেটে এবং বাসা ভাংচুর করে ক্ষতিসাধন করে। শনিবার বিকালে হেকিম শাহদাৎ হোসেন ছেলে ইয়াছিন আরাফাত (১৮) ও ওয়াদুদ হোসেন (১৪) ক্ষতি সাধনের ভিডিও করতে গেলে প্রতিপক্ষরা তাদের দুই ভাই কে মারপিট এবং মোটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনায় হেকিম শাহদাৎ হোসেন বাদি হয়ে থানায় প্রতিপক্ষদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।