এডিশন ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ছেনুয়ারা বেগম স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হঠাৎ গুলি এসে তার পায়ে লাগে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে হোয়াইক্যং স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি নিশ্চিত। বিজিবির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি যাতে সীমান্ত এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে।”
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মিয়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া সীমান্ত এলাকা থেকে বিক্ষিপ্ত গুলির শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সেখানে আরাকান আর্মি ও রোহিঙ্গা সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ চলছে।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনা সত্য এবং এ ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।