এডিশন ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কালিগঞ্জে গণসংযোগ করেছেন।
বিকাল ৫ টায় তিনি কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
গণসংযোগকালে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠানো জরুরি।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার সালাহউদ্দিন,মথুরেশপুর ইউনিয়ন আমীর মনজুর মুর্শিদ, ইউনিয়ন সেক্রেটারি আজগার আলী সহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।