খুলনা এডিশন::
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর আয়োজনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা জিসাস সভাপতি বাবু রাজিব তালুকদার।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে উপজেলা জিসাস সহ সভাপতি পরিচালনা করেন মোঃ বাবর আলী মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিসাস এর সহ- সাংগঠনিক সম্পাদক বাবু ননী গোপাল মন্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপলতা মন্ডল।
আরও বক্তব্য রাখেন ঝুমুর কাজী, আহমদ শেখ, ছানোয়ার শেখ, লেবু চোকদার, ছ্রিদাম মৃধা, পলাশ শেখ, সমির দাশ ও সঞ্জিত বালা।
সাংগীতিক পরিবেশনায় অংশ নেন চন্দন শিকারী, বাপ্পি মন্ডল, প্লাবন মৃধা, সংগীতা দাশ, রাজীব তালুকদার, রূপলতা মন্ডল এবং অন্যান্য শিল্পীবৃন্দ।