খুলনা এডিশন::
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফাইমিন সরদার কে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে।
২৬ অক্টোবর রোববার রাত সোয়া এগারোটার দিকে দক্ষিণ খান পুলিশ তাকে গ্রেফতার করে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ৫ আগস্ট ২০২৪ পরবর্তী তার নামে পাইকগাছা থানায় একাধিক মামলা রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর সে এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দেয়। রোববার রাতে তাকে ঢাকার উত্তরা থেকে দক্ষিণ খান থানা পুলিশ গ্রেফতার করেছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয় টি অনেকের নজরে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি বলে পাইকগাছা থানা পুলিশ জানিয়েছে।