এডিশন ডেস্কঃ
বাংলাদেশ জামায়াত ইসলামি বাগেরহাট জেলা শাখা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৭ই অক্টোবর (সোমবার) বিকাল তিন ঘটিকার সময় বাগেরহাট পৌরসভা রেল স্টেশনে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ ইউনুস আলী, জামাতের খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট ১ আসনের গণমানুষের নেতা মনজুরুল হক রাহাত, বাগেরহাট ২ আসনের জামাতের এমপি পদপ্রার্থী এডভোকেট আব্দুল ওয়াদুদ, বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, বাগেরহাট সদর থানা আমির মাওলানা ফেরদাউস আলী।
উল্লেখ্য, দেশের সকল জেলা সদরে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৬ অক্টোবর এক বিবৃতি দিয়েছেন। তারই অংশ হিসেবে বাগেরহাটে সর্বাত্মকভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হয়েছে।