খুলনা এডিশন::
বাগেরহাটের রামপাল উপজেলার সুন্দরবন মহিলা মহাবিদ্যালয়ের মেধাবী ও গরিব ছাত্রীদের মাঝে “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বৃত্তি”, আলোয়ারা–মনোয়ারা ট্রাস্ট ও হাসিনা আলী শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও সহযোগিতা করার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। সাকেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সময় শিক্ষা ক্ষেত্রে ব্যপক উন্নয়ন করনে। বর্তমানে বেগম খালেদা জিয়া শিক্ষা বৃত্তি দেশের বিভিন্ন স্থানে হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জনে অনুপ্রেরণা যোগাচ্ছে।
কলেজ অধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, সাধারন সম্পাদক শেখ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমীন হাওয়া র প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।