খুলনা এডিশন::
যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় নাভারণ বাজার থেকে শুরু হয়ে মিছিলটি নাভারণ সাতক্ষীরা মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর -১ (শার্শা – বেনাপোল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
শার্শা থানা জামায়াতের সেক্রেটারি এডভোকেট জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য মোঃ মকবুল হুসাইন, এনামুল হক, ১০ নং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আহমেদ আলী সহ স্থানীয় অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন, – আমরা কারও চোখ রাঙানোকে ভয় করি না। যারা সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা আর সামনে অগ্রসর হতে পারবেন না। সত্য ও ন্যায়ের পথে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গেই রয়েছে। তিনি ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লগি বৈঠার তান্ডবে লাশের উপর নৃত্য করার ঘটনা স্মরণ করিয়ে দেন। ২৮ অক্টোবর জামায়াত শিবিরের শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা আজিজুর রহমানকে দেখে সাধারণ মানুষ” দাঁড়িপাল্লা “স্লোগানে সমাবেশস্থল মুখরিত করেন।