খুলনা এডিশন::
পাইকগাছার নবাগত সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বির সাথে মতবিনিময় করেছেন সরকারি আইনজীবীরা।
২৮ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তারের নেতৃত্বে উপস্থিত আইনজীবীরা নবাগত এসিল্যান্ড ফজলে রাব্বি কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সহ-সভাপতি প্রশান্ত কুমার ঘোষ, সাবেক সেক্রেটারি ও এপিপি অনাদি কৃষ্ণ মন্ডল, কালীপদ মন্ডল, সুকল্যাণ সানা, অজিৎ কুমার সরকার, এপিপি বেলাল উদ্দীন, সফিকুল ইসলাম ও শরিফা খাতুন।
সভায় সরকারি স্বার্থ সংরক্ষণ করে সর্বোচ্চ ভূমি সেবা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত এসিল্যান্ড ফজলে রাব্বি।