এডিশন ডেস্কঃ
সাতক্ষীরা: উন্মুক্ত বিতর্ক মঞ্চ সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে বিতর্ক কর্মশালা-২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৭ অক্টোবর) সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হলরুমে সকাল ১০টায় কর্মশালায় সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট বাংলাদেশের সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিতর্ক মঞ্চ সাতক্ষীরা শহর শাখার সাবেক নির্বাহী পরিচালক আবু সালেহ সাদ্দাম। এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নুরুন্নবী ও হাফেজ আনিসুর রহমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও নবীন বিতার্কিকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি আব্দুল্লাহ আল কোরাইশ বলেন, “বিতর্ক শুধু কথা বলার মাধ্যম নয়, এটি চিন্তা, যুক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের এক শক্তিশালী হাতিয়ার। তরুণদের মধ্যে এই চর্চা যত বাড়বে, সমাজ তত আলোকিত হবে।”
আবু সালেহ সাদ্দাম বলেন, “উন্মুক্ত বিতর্ক মঞ্চের মতো সংগঠনগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে যুক্তিবাদী প্রজন্ম গড়ে তুলছে। তরুণদের মাঝে আত্মবিশ্বাস ও যুক্তি উপস্থাপনের দক্ষতা বৃদ্ধিতে এমন কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সভাপতি মোর্শেদুল ইসলাম বলেন, “আমরা চাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক আন্দোলন ছড়িয়ে যাক। তরুণ প্রজন্মের চিন্তা, মনন ও নেতৃত্ব গঠনে বিতর্কের বিকল্প নেই।”