এডিশন ডেস্কঃ
সাতক্ষীরা তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সভা -২০২৫ উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।
আজ ২ ৯ অক্টোবর ( বুধবার) সকাল ১১ টায় তালা উপজেলা হাসপাতাল হল রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তালার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রনী সরকার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইনউদ্দিন, ইউ ই ও গাজী সাইফুল ইসলাম, ইউ এফ পি ও মোঃ কামাল হোসেন। তালা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাকিম। প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। শেখ মোঃ জাহাঙ্গীর।
স্কুল পর্যায়ে ৪৭৮০৫ জনের টার্গেট নেওয়া হয়েছিল , ৪৪৪৩৩ জনকে টিকা দেওয়া হয়েছে। মোট ৯৮% কভারেজ হয়েছে।৩১৮ জন কে টিকা দেওয়া বাকি আছে। কাহারও কোন সমস্যা হয়নি বা সমস্যার খবর পাওয়া যায় নি।
টাইফয়েড টিকাদানে তালা উপজেলা খুলনা বিভাগে ৬ ষ্ট, সাতক্ষীরা জেলায় ১ম স্থান অধিকার করে।