এডিশন ডেস্কঃ
ব্রিটিশ মুসলিম সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সামি হামদিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিমানবন্দরে আটক করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। সাম্প্রতিক বক্তব্যে ইসরাইলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন তিনি।
শনিবার ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের এক অনুষ্ঠানে বক্তব্য দেন হামদি। রোববার ফ্লোরিডায় একই গ্রুপের অপর একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় তাকে। তার আটককে বাকস্বাধীনতার প্রতি স্পষ্ট ‘অবমাননা’ বলে নিন্দা জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। গাজায় ইসরাইলি হামলার সমালোচনা করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করছে সংস্থাটি।