খুলনা এডিশন::
খুলনার রূপসায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।বিএনপির অপরপক্ষ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা কাজদিয়া বাজারে বিএনপির একটি অফিসে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রূপসা উপজেলার কাজদিয়া বাজারে পারভেজ মল্লিকের ওপর এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা বিএনপির বিএনপির অপরপক্ষের অনুসারী বলে জানা গেছে। এ ঘটনায় আজ দুবার হামলার শিকার হলেন পারভেজ মল্লিক ও তার নেতাকর্মীরা।
রূপসা থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।