এডিশন ডেস্কঃ
আগামী নভেম্বরেই গণভোট সহ ৫ দফা দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন—জুলাই সনদের আইনিভিত্তি দিতে নভেম্বরেই গণভোট না হলে অভ্যুত্থান বিনষ্ট হবার ক্ষেত্র তৈরি হবে৷ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন কে আরো বেগবান করতে হবে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরে গণভোটের ঘোষণা দিতে হবে

শেরেবাংলা নগরস্থ আগারগাঁও মোড়ে মিছিলপূর্ব এই সমাবেশ ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও ইয়াছিন আরাফাত।

সমাবেশে শেষে একটি মিছিল আগারগাঁও শেরে বাংলানগর ঘুরে নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মুখে অবস্থান করে। অতঃপর ৪ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন।