এডিশন ডেস্কঃ
আগামী নভেম্বরেই গণভোটসহ ৫ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের অভিমুখে স্বারকলিপি পেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী উত্তরের নেতৃবৃন্দ নেতৃতে নির্বাচন কমিশনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় ৷ পরে বেলা ১২টায় জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিনিধিদল একে একে স্মারকলিপি দিতে কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবিন্দু।