এডিশন ডেস্কঃ
বাগেরহাট রামপালে বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে রামপাল ও রোমজাইপুরে নদীভাঙন ও নিরাপদ পানির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বুধবার সকাল ১০.০০ টায় রামপাল থানার পাশে বালুর মাঠে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন খুলনা পানি উন্নয়ন সার্কেলের সহকারী প্রকৌশলী চিন্ময় মল্লিক, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন, রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মন্জুরুল হাসান মিলন, প্রজেক্ট ম্যানেজার সোহাগ হাওলাদার, একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নাহিদা ইসলাম তৃষা । এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এই সময় বক্তারা বলেন, রোমজাইপুরের মানুষ দীর্ঘদিন ধরে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন সময় এসেছে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা, বিকল্প জীবিকা এবং পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এই এলাকার মানুষকে রক্ষা করা সম্ভব নয়।এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থার প্রতিনিধি জানান, এই গণশুনানির মূল উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠ নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া এবং রাষ্ট্রীয় পরিকল্পনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। উন্নয়ন তখনই টেকসই হয়, যখন জনগণের অভিজ্ঞতা ও দাবি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্ব পায়।
রোমজাইপুর আজ শুধু নদীভাঙনের গল্প নয়, এটি এক টিকে থাকার লড়াইয়ের প্রতীক। গণশুনানিতে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই শুনানির মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রোমজাইপুরের মানুষদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবে।