খুলনা এডিশন::
“মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার প্রাইজমানির ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে তালার চরগ্রাম মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় গোপালগঞ্জ ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি ও খুলনা সান স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা সান স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, খেলার আয়োজন ও অংশগ্রহণকারী দুই দলসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকাত হোসেন প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাহিদ। তারা বলেন, স্মরণকালের অন্যতম বড় এ খেলায় এক লক্ষাধিক দর্শক উপস্থিত ছিলেন। আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
খেলা পরিচালনা করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু, সহকারী মোজাফফর হোসেন সুহাগ, উত্তম বাচা ও বাবুল হোসাইন।